Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বর্ধনমূলক কর্মকান্ড ও আর্থ- সামাজিক উন্নয়নের খুলনা অঞ্চলের সর্বত্র পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ, ঋণ বিতরনণর জন্য ঋণ তহবিল (Seed Capital), পিডিবিএফ এর খুলনা জেলা ও উপজেলা কার্যালয়ের জন্য সরকারি জায়গায় জমি বরাদ্দ ও ভবন নির্মাণের প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করা, কোষ্টাল  এলাকার জনগোষ্ঠীকে পিডিবিএফ এর কার্যক্রমের আওতায় নিয়ে আসা, জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন ও সমন্বয় সভায় সদস্য হিসাবে অংশগ্রহনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহঃ 

  • ২ টি  সমিতি এবং ৫ টি অনানুষ্ঠানিক দল গঠন করা হবে;
  • ৭৪ লক্ষ টাকা  ঋণ বিতরণ করা হবে;
  • ২৫ জনকে নেতৃত্ব বিকাশ ও  সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে
  • ২৫ জন মহিলা সদস্যকে আয়বর্ধনমূলক কর্মকান্ডে নিয়োজিত করা হবে।
  • সুফলভোগীদের ব্যক্তি সঞ্চয়ের নীট পরিমান হবে ৮ লক্ষ টাকা।